মেলায় ছাড়পত্র দিল রাজ্য, কোভিড নিষেধাজ্ঞা আরও ১৫ দিন

রাজ্যের বুকে চলতে থাকা কোভিড নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করল রাজ্য সরকার। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে এই পর্যায়ের প্রথম বিধিনিষেধ জারির সময়ই জানানো হয়েছিল যে, এই সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। সেই মত এদিন ফের জারি হয় নতুন বিজ্ঞপ্তি।

নতুন এই বিজ্ঞপ্তিতে কোভিড নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে আরও ১৫ দিন অর্থাৎ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যের লাগু করা কোভিড নিষেধাজ্ঞা। শনিবার নতুন করে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন।

রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ এর সময়সীমা বাড়ানো হলেও এবার বিশেষ ছাড় দেওয়া হয়েছে বিয়েবাড়ি আর মেলার ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে যেমন আমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে একলাফে ২০০ করা হয়েছে, তেমনি বিশেষ ছাড় দেওয়া হয়েছে মেলা আয়োজনের ক্ষেত্রেও। শুধু করোনা বিধিনিষেধ এর শর্ত মেনে করতে হবে মেলার আয়োজন, বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে নবান্ন।

রাজ্যের তরফে এই ঘোষণার পরে অনেকটাই উজ্জ্বল হল বই মেলার সম্ভাবনা, এমনটাই মনে করছে বেশিরভাগ মহল। যদিও এখনও একটু হলেও শঙ্কা থেকেই যাচ্ছে কারণ, মেলা আয়োজন করার ক্ষেত্রে নবান্নের তরফে শর্ত রাখা হয়েছে, মেলা করতে হবে খোলা আকাশের নীচে। এখন দেখার বিষয়, নবান্নের এই শর্ত কিভাবে পূরণ করে বই মেলা কর্তৃপক্ষ। যদিও এখনও কিছুটা সময় হাতে রয়েছে আর সেই সময়ের মধ্যে বিধিনিষেধ যদি আরও একটু শিথিল হয় তাহলে হয়তো আর কোনও সমস্যা থাকবে না বই মেলার আয়োজনে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক