Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লর্ডসে রুদ্ধশ্বাস নাটক, প্রথম ইনিংসে টাই, লিড হাতছাড়া ভারতের - NewsOnly24

লর্ডসে রুদ্ধশ্বাস নাটক, প্রথম ইনিংসে টাই, লিড হাতছাড়া ভারতের

লর্ডস টেস্টের তৃতীয় দিনে উত্তেজনার পারদ ছুঁল চরমে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও থামল ঠিক ওই স্কোরেই। ৩৭৬ রানে ৬ উইকেট থেকে মাত্র ১১ রানে শেষ চার উইকেট খুইয়ে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হারাল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে এই ‘টাই’ টেস্ট ক্রিকেটে অত্যন্ত বিরল। এর আগে মাত্র একবার, ২০১৩ সালে লিডসেই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে দেখা গিয়েছিল এমন দৃশ্য।

দিন শুরু করেছিলেন কেএল রাহুল ও ঋষভ পন্থ, তিন উইকেটে ভারতের রান তখন ১৪৫। লর্ডসের গৌরবময় মাঠে রাহুল ফের দেখালেন ক্লাস। করলেন আর এক অনবদ্য সেঞ্চুরি—লর্ডসে এটি তাঁর দ্বিতীয় শতরান। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল দিলীপ বেঙ্গসরকরের, যাঁর রয়েছে তিনটি লর্ডস সেঞ্চুরি।

রাহুলের সঙ্গে পন্থের ১৪১ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিত দেয়। যদিও পন্থ লাঞ্চের ঠিক আগে রানআউট হয়ে যান ৭৪ রানে। এরপর রাহুলকেও ফেরান শোয়েব বশির (১০৬)। ইনিংস টানতে এগিয়ে আসেন জাদেজা-নীতীশ জুটি, যোগ করেন ৭২ রান। জাদেজা শেষ পর্যন্ত ৭২ রান করে আউট হলে ভারতের পতন শুরু হয়। ওয়াশিংটনের ২৩, আকাশ দীপের ৭ ও বুমরাহর শূন্যতে শেষ হয়ে যায় ইনিংস।

ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, তখন দিনের শেষ ৭ মিনিট। বুমরাহর হাতে বল তুলে দেন গিল। তবে দুই ইংরেজ ওপেনার কিছুটা সময় নষ্ট করার চেষ্টা করেন বলেই অভিযোগ উঠেছে ভারতীয় শিবির থেকে। গিল বিষয়টি আম্পায়ারের নজরে আনেন। যদিও প্রথম ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেয় ইংল্যান্ড। তারা দ্বিতীয় ইনিংস শুরু করেছে বিনা উইকেটে ২ রানে।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন