সংসদে শপথ প্রধানমন্ত্রী মোদীর, বাইরে সংবিধান হাতে বিক্ষোভ ‘ইন্ডিয়া’র

নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী সহ নির্বাচিত সাংসদরা। অন্য দিকে, সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের।

লোকসভায় শপথে অংশ না নিয়ে ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ ভবনের বাইরে প্রতিবাদে সামিল হন। সংবিধানের একটি করে কপি হাতে সংসদের দু’নম্বর গেটের সামনে প্রতিবাদে সরব হতে দেখা যায় তাঁদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন, তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাং‌সদেরা। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ। হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডা. কাকলী ঘোষদস্তিদার, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, এনসিপি(এসসিপি)-র সুপ্রিয়া সুলেরা।

নেট এবং নিট ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এত বড় মাপের কেলেঙ্কারির মাথায় কারা? পূর্ণাঙ্গ তদন্তে কি তা কখনও জানা যাবে? এই নিয়েই এককাট্টা হয়ে মোদী সরকারকে আক্রমণ করছে ইন্ডিয়া জোট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শপথ নিয়ে গেলে হট্টগোল বাঁধে। এছাড়াও অধিবেশনের প্রথম দিনই প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে এনডিএ ও ইন্ডিয়া দ্বন্দ্ব দিয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সংবিধান লঙ্ঘন করে প্রো-টেম স্পিকার নিয়োগ করা হয়েছে। তার প্রতিবাদ করছি আমরা। মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক