প্রথম পাতা খবর টি২০ বিশ্বকাপ: সুপার ৮-এ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথে ভারত

টি২০ বিশ্বকাপ: সুপার ৮-এ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথে ভারত

371 views
A+A-
Reset

শনিবার টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। প্রথমে আফগানিস্তান ও তার পর বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করে ১৯৬ রান করে ভারত। শেষ পর্যন্ত ৫০ রানে হারে বাংলাদেশ।

 নির্ধারিত ২০ ওভারে তারা করে ৫ উইকেটে ১৯৬। হার্দিক পাণ্ড্য (২৭ বলে ৫০ রান নট আউট) এবং কিছুটা বিরাট কোহলি (২৮ বলে ৩৭ রান), ঋষভ পন্থ (২৪ বলে ৩৬ রান) ও শিবম দুবের (২৪ বলে ৩৪ রান) ব্যাটিংয়ের দৌলতে ভারত পৌঁছে যায় ১৯৬ রানে, ৬ উইকেট খুইয়ে। বাংলাদেশের হয়ে উইকেট তোলেন তানজিম হাসান সাকিব (৩২ রান দিয়ে ২ উইকেট), রিশাদ হোসেন (৪৩ রান দিয়ে ২ উইকেট) এবং শাকিব আল হাসান (৩৭ রানে দিয়ে ১ উইকেট)।

জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোনোর জন্য রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দ্রুত উইকেট খোয়াতে থাকে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। কোনো উইকেটের জুটিতেই বড়ো কোনো রান ওঠেনি। সবচেয়ে বেশি রান ওঠে তানজিদ হাসান ও লিটন দাসের জুটিতে, ৩৫ রান। এর থেকেই অনুমেয় কী ভাবে খুব বেশি রান না করে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত, ৩২ বলে ৪০ রান। ভারতের হয়ে বোলিং-এ কৃতিত্ব প্রদর্শন করলেন কুলদীপ যাদব (১৯ রান দিয়ে ৩ উইকেট), জসপ্রীত বুমরাহ (১৩ রান দিয়ে ২ উইকেট) এবং অর্শদীপ সিং (৩০ রান দিয়ে ২ উইকেট)। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন হার্দিক পাণ্ড্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.