Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে - NewsOnly24

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারে “পয়সা উসুল” ম্যাচ উপহার দিল ভারতীয় দল। নিয়মরক্ষার ম্যাচ হলেও উত্তেজনা ছিল চরমে। দুই দল ২০ ওভারে সমান ২০২ রান করে। শেষ পর্যন্ত খেলা গড়ায় সুপার ওভারে, যেখানে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিং ও সূর্যকুমার যাদবের শীতল মাথার ব্যাটিংয়ে ভারত জয় ছিনিয়ে নেয়।

ভারতীয় ব্যাটিং: অভিষেক শর্মার নজির

  • ওপেনার অভিষেক শর্মা ফের একবার ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেন।
  • মাত্র ৩১ বলে করেন ৬১ রান (৮ চার, ২ ছক্কা)।
  • এবারের এশিয়া কাপে তিনি এখন পর্যন্ত ৩০৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক।
  • শুধু তাই নয়, টি-টোয়েন্টি এশিয়া কাপের যেকোনও সংস্করণে এককভাবে সর্বাধিক রান করার রেকর্ডও এখন তাঁর দখলে।

শুভমান গিল (৪) এবং সূর্যকুমার যাদব (১২) ব্যর্থ হলেও অভিষেকের ইনিংস ভারতের ইনিংসকে টেনে তোলে। পরের দিকে সঞ্জু স্যামসন (৩৯), তিলক বর্মা (৪৯), অক্ষর প্যাটেল (২১)* জুটির অবদানও গুরুত্বপূর্ণ।

 লঙ্কার পাল্টা আঘাত: কুশল পেরেরার সেঞ্চুরি

লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে উইকেট হারালেও পাথুম নিশঙ্কা (৩২ বলে ৫৮) এবং কুশল পেরেরা দুর্দান্ত ব্যাটিং করেন।

  • নিশঙ্কা ৮টি চার ও ১টি ছক্কায় সাজান ইনিংস।
  • কুশল পেরেরা খেলেন ঝলমলে ১০৭ রানের সেঞ্চুরি ইনিংস

তবে অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত ম্যাচ গিয়ে ঠেকে সমতায়।

সুপার ওভারের নাটক

  • অর্শদীপ সিং বল হাতে ভরসা দেন সূর্যকুমার।
  • প্রথম বলেই লঙ্কান ব্যাটসম্যান আউট।
  • পঞ্চম বলে ফের উইকেট হারায় শ্রীলঙ্কা।
  • ফলস্বরূপ সুপার ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২/২

জবাবে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। সূর্যকুমার যাদব প্রথম বলেই তিন রান তুলে দলকে জেতান।

ম্যাচ থেকে শিক্ষা: ভারতের রিয়েলিটি চেক

  1. বোলিং উদ্বেগজনক:
    • ২০ ওভারে ২০২ রান দেওয়া চিন্তার বিষয়।
    • ডেথ ওভারে নিয়ন্ত্রণহীন বোলিং ফাইনালের আগে বড় সতর্কবার্তা।
  2. ফিল্ডিং ত্রুটি:
    • শ্রীলঙ্কার দারুণ ফিল্ডিংয়ের বিপরীতে ভারত কিছু ক্যাচ হাতছাড়া করেছে।
  3. অভিষেক শর্মার উত্থান:
    • ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তাঁর ধারাবাহিকতা ভারতের বড় প্রাপ্তি।
  4. মিডল অর্ডারের স্থিতি:
    • সঞ্জু, তিলক ও অক্ষরের অবদান দেখাচ্ছে মিডল অর্ডার ফর্মে ফিরছে।

নিয়মরক্ষার ম্যাচ হলেও সুপার ওভার থ্রিলার ভারতকে দিল এক বড় রিয়েলিটি চেক। ফাইনালের আগে ব্যাটিং নিয়ে স্বস্তি থাকলেও বোলিং ও ফিল্ডিংয়ে ঘাটতি ঢাকতে না পারলে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ভেস্তে যেতে পারে।

Related posts

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টের রায়ে আপাত বিরতি সুপ্রিম কোর্টের