প্রথম পাতা খবর নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়, একদিনের ফর্ম্যাটে এক নম্বর উঠে এল ভারত

নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়, একদিনের ফর্ম্যাটে এক নম্বর উঠে এল ভারত

244 views
A+A-
Reset

ভারত: ৩৮৫-৯ (গিল ১১২, রোহিত ১০১)

নিউজিল্যান্ড: ২৯৫ (কনওয়ে ১৩৮, নিকোলস ৪২)

পর পর দু’টি ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত। তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচটিতেও নিউজিল্যান্ডকে ৯০ রানে হারালেন রোহিত শর্মারা। একই সঙ্গে এক দিনের ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর স্থান দখল করে নিল ভারত।

সিরিজের প্রথম ম্যাচে দ্বিশতরান হাঁকানোর পরে আবারও চেনা ছন্দে শুভমন। শেষ চারটি ম্যাচের তিনটিতেই শতরান করে ফেললেন তিনি। তিন ম্যাচের সিরিজের শুভমন গিল ২টি সেঞ্চুরি-সহ ১৮০.০০ গড়ে ৩৬০ রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ১২৮.৫৭।

ইন্দোরে হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত রোহিত শর্মা ও শুভমান গিলের সেঞ্চুরি এবং হার্দিক পাণ্ড্যর দ্রুত হাফ সেঞ্চুরির সুবাদে রানের পাহাড় গড়ে ফেলে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলে নেয় ভারত। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হতো ৩৮৬ রান।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টম ল্যাথামের এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হল। তবে বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল না করলেও মাঝখানে ভাল লড়াই শুরু করেছিল নিউজিল্যান্ড। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ডেভন কনওয়ে। কিন্তু উলটো দিক থেকে তেমন সঙ্গ পেলেন না তিনি। ব্যক্তিগত ১৩৮ রানে কনওয়ে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিউয়ি ইনিংস। মাত্র ৪১ ওভার ২ বলে ২৯৫ রানে অল-আউট হল তাঁরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.