প্রথম পাতা খবর ফ্লাইওভার থেকে নোট‌ বৃষ্টি, আটক যুবক

ফ্লাইওভার থেকে নোট‌ বৃষ্টি, আটক যুবক

110 views
A+A-
Reset

মঙ্গলবার বেঙ্গালুরুর কেআর মার্কেটের একটি ফ্লাইওভার থেকে নোট বৃষ্টি করেছিলেন ৩০ বছর বয়সি এক যুবক। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাঁকে আটক করেছে পুলিশ।

কাজের দিনে তখন ব্যস্ততা তুঙ্গে। বাজারে থিকথিকে ভিড়। গাড়ির চাপে বেঙ্গালুরুর রাস্তায় মাঝেমধ্যেই থমকে যাচ্ছে ট্রাফিক। এমন সময় আচমকা আকাশে টাকা উড়তে দেখলেন কয়েকজন। কেআর মার্কেটের কাছে ফ্লাইওভারের উপর থেকে টাকা উড়তে উড়তে এসে পড়ল রাস্তায়। অমনি শুরু হয়ে গেল হুড়োহুড়ি। টাকা লুফে নিতে চলল ধাক্কাধাক্কি। ব্যাপক যানজট।

পুলিশ জানিয়েছে, অরুণ নামে ওই যুবক একজন ইভেন্ট ম্যানেজার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। চমকের মাধ্যমে প্রচারের উদ্দেশেই তিনি ওই ভাবে ফ্লাইওভার থেকে নোট ছুড়ে এবং সেই ঘটনার ভিডিয়ো ক্লিপগুলি প্রচারের জন্য ব্যবহারের ফন্দি এঁটেছিলেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও ওই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল।

পরে অরুণ জোরের সঙ্গে জানান, তাঁর এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে কারণ রয়েছে। যেগুলি তিনি পরে বিস্তারিত জানাবেন। তিনি বলেন, “ট্রাফিক জ্যামের জন্য আমি ক্ষমাপ্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য সঠিক। আমাকে কিছুটা সময় দিন… আমি ব্যাখ্যা করব কেন আমি এটা করেছি”। জানা গিয়েছে, তিন-চারটে ১০ টাকার বান্ডিল থেকে নোট ছুড়েছিলেন ওই ব্যক্তি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.