স্বাভাবিক হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের আকাশপথ, আগেই খুলে দেওয়া হল ৩২টি বিমানবন্দর

সীমান্তে উত্তেজনা কমতেই খুলে দেওয়া হল উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর। সোমবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই বিমানবন্দরগুলি থেকে আবারও শুরু হল বেসামরিক বিমান চলাচল।

এর আগে পহেলগাঁও জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’–কে কেন্দ্র করে ৯ মে কেন্দ্র জানায়, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ১৪ মে পর্যন্ত বন্ধ থাকবে সীমান্তবর্তী ৩২টি বিমানবন্দর। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ায় নির্ধারিত সময়সীমার আগেই চালু করে দেওয়া হল এই এয়ারপোর্টগুলি।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এক বিবৃতিতে জানায়, “পূর্বের নোটিস অনুযায়ী ১৫ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকার কথা ছিল। এখন যাত্রী নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।”

গত শনিবার পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসে এবং ভারত তা গ্রহণ করে। বিকেল ৫টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এরপরই পরিস্থিতি শান্ত হতে শুরু করে। ফলে সোমবারই সিদ্ধান্ত নেওয়া হয় বিমান চলাচল শুরু করার।

যাত্রীদের উদ্দেশে এএআই জানিয়েছে, নিজেদের ফ্লাইট স্ট্যাটাস জানতে ও নিয়মিত আপডেট পেতে এয়ারলাইন্সগুলির ওয়েবসাইট নজরে রাখতে হবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে