ভারতের আকাশসীমায় এবার নিষিদ্ধ করা হল পাকিস্তানি বিমান। সামরিক তো বটেই, বাণিজ্যিক বিমানও ঢুকতে পারবে না ভারতীয় আকাশে। ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বুধবার ‘নোটাম’ (Notice to Airmen) জারি করে বিষয়টি জানানো হয়েছে।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের পাল্টা পদক্ষেপে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই পরিপ্রেক্ষিতেই ভারতের এই আকাশসীমা নিষেধাজ্ঞাকে দেখছেন বিশ্লেষকরা। এর আগে পাকিস্তান নিজেই ভারতের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মোদী সরকারের এই সিদ্ধান্তে দুই দেশের উত্তেজনা আরও তীব্র হল।
সূত্রের খবর, পাকিস্তান রেজিস্টার্ড, পরিচালিত কিংবা লিজে নেওয়া যেকোনো বিমানই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। অর্থাৎ বাণিজ্যিক কার্গো কিংবা যাত্রীবাহী বিমানও বাদ যাবে না।
এই পদক্ষেপের আগে ভারত ইতিমধ্যেই স্থগিত করেছে সিন্ধু জলচুক্তি এবং ফেরত পাঠিয়েছে ভিসায় ভারতে থাকা পাকিস্তানিদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য— “সবার রক্ত ফুটছে, কাউকে ছাড়া হবে না”— স্পষ্ট ইঙ্গিত ছিল আরও কঠোর প্রতিক্রিয়ার দিকে।
এই সিদ্ধান্তের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মনে করছেন বিমান পরিবহণ মহলের একাংশ।