‘অভিশপ্ত রবিবার’! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত ভারত। তবে রোহিত শর্মার দলকে লড়তে হবে এক অদ্ভুত ‘রবিবারের অভিশাপ’-এর বিরুদ্ধেও। কুসংস্কারে বিশ্বাসী ভক্তদের জন্য, এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ ভারত এখনও পর্যন্ত রবিবারে অনুষ্ঠিত আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মাত্র একবারই জয় পেয়েছে। নতুন চ্যালেঞ্জটি আসছে ৯ মার্চ, আবারও এক রবিবারে।

২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় থেকে শুরু করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হৃদয়ভাঙা হারের ইতিহাস—রবিবারের ফাইনালে ভারতের পারফরম্যান্স বারবার হতাশাজনক হয়েছে।

ভারতের একমাত্র রবিবারের আইসিসি ফাইনাল জয় এসেছিল ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে। তবে সেই ম্যাচও পুরোপুরি রবিবার শেষ হয়নি। ২৩ জুন রবিবার শুরু হওয়া ফাইনাল বৃষ্টির কারণে সোমবার পর্যন্ত গড়িয়েছিল, অর্থাৎ ‘রবিবারের অভিশাপ’ কার্যত এখনো অক্ষুণ্ন।

রবিবারের আইসিসি ফাইনালে ভারতের পারফরম্যান্স

জয়:

  • ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল – শনিবার
  • ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল – সোমবার
  • ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনাল – সোমবার
  • ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল – শনিবার
  • ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল – রবিবার/সোমবার

পরাজয়:

  • ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল – রবিবার
  • ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল – রবিবার
  • ২০১৪ টি-২০ বিশ্বকাপ ফাইনাল – রবিবার
  • ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল – রবিবার
  • ২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনাল – শনিবার

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই এক অনন্য রেকর্ড গড়েছেন—তিনি একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি সাদা বলের ইভেন্টের ফাইনালে দলকে নিয়ে গেছেন। নিউজিল্যান্ডকে হারাতে পারলে, তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সফল অধিনায়ক হয়ে উঠবেন।

তবে ইতিহাস বদলাতে হলে রোহিত ও তার দলকে হারাতে হবে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র—মিচেল স্যান্টনারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচজয়ী স্পেল করা ব্ল্যাক ক্যাপস অধিনায়ক আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন এবং ফাইনালেও দলকে শিরোপা এনে দিতে মরিয়া।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক