প্রথম পাতা খবর ইংল্যান্ডকে হারিয়ে বিজয় তিলক আঁকলেন তিলক বর্মা

ইংল্যান্ডকে হারিয়ে বিজয় তিলক আঁকলেন তিলক বর্মা

219 views
A+A-
Reset

ইংল্যান্ড: ১৬৫-৯ (বাটলার ৪৫, কার্স ৩১)
ভারত: ১৬৬-৮ (তিলক বর্মা ৭২*, ওয়শিংটন সুন্দর ২৬)
ভারত ২ উইকেটে জয়ী।

ইডেনের পর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামেও জয় পেল ভারত। স্পিনারদের দাপটের পর ম্যাচ জেতানো ইনিংস খেললেন তিলক বর্মা। ইংল্যান্ডের পেস ও স্পিন আক্রমণের বিরুদ্ধে লড়াই করে চার বল বাকি থাকতেই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন তিনি।

চেন্নাইয়ের ঘূর্ণি পিচে ইংল্যান্ডের পেস ও আদিল রশিদের স্পিনের সামনে চাপে পড়ে ভারত। তবে পরিস্থিতি সামলে ম্যাচ জেতালেন তিলক। শুরুতে ইংল্যান্ডের পেসারদের বিরুদ্ধে ৩৬০ ডিগ্রি শট খেললেন, আবার মাঝের ওভারে উইকেট পড়ার পর ঠান্ডা মাথায় খেলা ধরলেন। ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল আউট হওয়ার পর পুরো চাপ ছিল তাঁর কাঁধে। সিঙ্গল নেওয়ার সুযোগ না থাকলেও দায়িত্ব নিয়ে দলকে জেতালেন তিলক।

৫৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি, আর ভারত সিরিজে ২-০ এগিয়ে গেল। দক্ষিণ আফ্রিকায় জোড়া শতরানের পর চেন্নাইয়ের ম্যাচে দেখালেন, কীভাবে একার কাঁধে দলকে জেতানো যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.