বৃষ্টির জন্য একটাও বল খেলা হল না আয়ারল্যান্ড-ভারত সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে। তৃতীয় ম্যাচটি ভেস্তে যাওয়ায় ভারত সিরিজ জিতল ২-০ ব্যবধানে। কারণ, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগের দু’টি ম্যাচ জিতেছিল ভারত।
প্রথম ম্যাচ থেকেই সমস্যা তৈরি করেছিল বৃষ্টি। প্রথম ম্যাচের ফয়সালা হয়েছিল ডাকওয়ার্থ লুইসে। মাত্র ২ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনবদ্য একটা ম্যাচ। সিরিজও নিশ্চিত করেছিল ভারত। এই ম্যাচটা ছিল নিয়মরক্ষার। শেষে গিয়ে নিয়মরক্ষা হল না।
টসের আগে থেকে শুরু হয় বৃষ্টি। ফলে দুই দলের কেউই নামতে পারেনি মাঠে। এরপর বৃষ্টির কমেনি। দুই দলের অপেক্ষা বাড়তে থাকে। মাঝে বৃষ্টি কমে। এরপর মাঠে কভার সরানো হয়। সিদ্ধান্ত হয় ৫ ওভারে ম্যাচ হবে। কিন্তু কভার সরানোর পর দেখা যায় মাঠের যা অবস্থা তাতে আজ অন্তত ম্যাচ করানো যাবে না। মাঠের অনেক জায়গায় জল জমে স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। ফলে ম্যাচটা বাতিল ঘোষণা করা হয়।
সিরিজ জিতে অধিনায়ক বুমরা বলছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। বৃষ্টিতে এই ম্যাচটা হল না। এই অপেক্ষা করাটা খুবই হতাশাজনক। সকালের দিকেও আবহাওয়া ভালো ছিল। ভাবিনি ম্যাচটা হবেই না। তবে সিরিজ জেতা এবং এই তরুণ দলকে নেতৃত্ব দিতে পেরে খুবই ভালো লাগছে’।