প্রথম পাতা খবর ভারোত্তলনে ফের পদক জিতল ভারত

ভারোত্তলনে ফের পদক জিতল ভারত

407 views
A+A-
Reset

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে ফের পদক জিতল ভারত। ছেলেদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন লভপ্রীত। ভারতের মোট ১৪টি পদকের মধ্যে ৯টি পদকই এল ভারোত্তোলন থেকে। ভারতের ঝুলিতে এই মুহূর্তে ৫টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।

বুধবার ভারোত্তোলনের ১০৯ কেজি বিভাগে লভপ্রীত পেলেন পদক । স্ন্যাচে ১৬৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৯২ কেজি মিলিয়ে মোট ৩৫৫কেজি ওজন নিয়েছেন লভপ্রীত।

স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় লভপ্রীত ১৫৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১৬১ কেজি ভার তোলেন। তিনি তৃতীয় দফায় ১৬৩ কেজি ভার তোলেন। ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৮৫ কেজি ভার তোলেন লভপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় আরও চার বেজি বেশি অর্থাৎ ১৮৯ কেজি ভার তোলেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ১৯২ কেজি ভার তুলে লড়াই শেষ করেন লভপ্রীত।

আরও পড়ুন :

রাজভবনে শপথ নিলেন মমতার মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা

নিজেদের নামেই আই এস এল খেলবে লাল-হলুদ, উচ্ছ্বাস ক্লাবের সমর্থকদের

কলকাতায় সিআইডির অভিযানে লক্ষ-লক্ষ টাকা উদ্ধার

ভারোত্তোলনে মহিলাদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন হরজিন্দর কৌর

ফাইনালে শরথ কমল-সাতিয়ান, ব্যাডমিন্টনে পদক নিশ্চিত

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.