ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বিমান, মৃত্যু দুই পাইলটের

ফের আকাশে দুর্ঘটনা। বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলার রতনগড় এলাকার ভানুদা গ্রামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। ভস্মীভূত ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে সেনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ আকাশে বিকট আওয়াজ শোনেন বাসিন্দারা। চোখের সামনে দেখা যায়, একটি বিমান ভারসাম্য হারিয়ে খেতের মধ্যে ভেঙে পড়েছে ও তাতে আগুন ধরে গিয়েছে। আগুনে ঘাস জ্বলে উঠে এলাকায় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। গ্রামবাসীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সেনা। উদ্ধার করা হয় পাইলটদের মৃতদেহ। তবে তাঁদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বিমানটি কী কারণে ভেঙে পড়ল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক