অবশেষে উৎকণ্ঠার অবসান। সাফল্যের সঙ্গে পৃথিবীর বুকে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ড্রাগন ক্যাপসুলের সফল অবতরণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়োগোর উপকূলে। অ্যাক্সিয়ম-৪ মিশনে শুভাংশুর এই অবতরণ এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল।
ভারতীয় সময়ে দুপুর ৩টে ১ মিনিটে এবং আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী রাত ২টো ৩৯ মিনিটে প্রশান্ত মহাসাগরের জলে নামল ড্রাগন ক্যাপসুল। মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরলেন শুভাংশু। তিনিই রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় বায়ুসেনা অফিসার, যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এতদিন কাটিয়ে ফিরলেন।
পৃথিবীর বুকে নামার মুহূর্তে ক্যাপসুলের তাপমাত্রা পৌঁছেছিল ১৬০০ ডিগ্রি সেলসিয়াসে। প্রায় ৫.৭ কিমি উচ্চতা থেকে প্যারাশুট খোলার প্রক্রিয়া শুরু হয়। ধাপে ধাপে খুলে পড়ে প্রধান প্যারাশুট, আর তার পর ধীরে ধীরে ক্যাপসুল নামে জলের বুকে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল পৌঁছে যায়। দ্রুত তুলে নেওয়া হয় ড্রাগন ক্যাপসুলটিকে জাহাজে।
প্রথমে বের হন মহাকাশচারী পেগি হুইটসন। তারপর ক্যাপসুল থেকে হাসিমুখে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা। ক্যামেরায় ধরা পড়ল ভারতের গর্ব শুভাংশুর দৃপ্ত পদচারণা। সুস্থ রয়েছেন তিনি এবং মিশনের বাকি তিন সদস্য— জানাল নাসা।
অ্যাক্সিয়ম-৪ মিশনের এই ঐতিহাসিক সাফল্যে গোটা দেশ জুড়ে গর্বের আবহ। নতুন প্রজন্মের কাছে মহাকাশ অভিযানে ভারতের আরও এক নতুন দিশা হয়ে উঠলেন শুভাংশু শুক্লা।
এ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘ঐতিহাসিক মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আমি দেশের সকলের সঙ্গে স্বাগত জানাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম নভোচারী হিসেবে, তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি মানুষের স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন। এটা আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান- গগনযানের দিকে এগনোর পথে আরেকটি মাইলফলক।’