সাগরের মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ল বাংলাদেশি বার্জ। ছাই বোঝাই বার্জটি ডুবে যাওয়ার মুখে পড়ে গেলে তৎপরতার সঙ্গে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। পরে তাঁদের সাগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিয়ম মেনে তাঁদের বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে বজবজ থেকে ছাই বোঝাই করে সাগরের দিকে যাচ্ছিল বাংলাদেশি বার্জটি। ঘোড়ামারা দ্বীপের কাছে সেটির পাটাতন ফেটে জল ঢুকে যায় এবং দ্রুত ডুবতে শুরু করে। সেই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় ভারতীয় মৎস্যজীবীরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত মাছ ধরার ট্রলার নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার হওয়া বাংলাদেশি নাবিকদের নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া নাবিকরা জানান, তাঁদের সঙ্গে থাকা পাইলট, যিনি জলপথ দেখানোর দায়িত্বে ছিলেন, তিনি আগেভাগেই চলে যান। ফলে তাঁরা নিজেদের লোকেশন দেখে এগোতে গিয়ে বিপদে পড়েন। ঘোড়ামারা দ্বীপের কাছে এসে যখন বার্জটি ডুবতে শুরু করে, তখনই স্থানীয় ভারতীয় মৎস্যজীবীরা তাঁদের সাহায্যে এগিয়ে আসেন।
উদ্ধারের পর ১২ জন নাবিককে চিকিৎসার জন্য সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ভারতীয় মৎস্যজীবীদের মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ধার হওয়া বাংলাদেশিরা।