ভারতীয় জাদুঘর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

কলকাতা: এ বার কলকাতা জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! তড়িঘড়ি জাদুঘরের আনাচেকানাচে তল্লাশি পুলিশের। ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও। যদিও পুলিশের তরফে এমন কোনো হুমকির কথা সরাসরি জানানো হয়নি।

সূত্রের খবর, শুক্রবার সকালে বোমা দিয়ে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কলকাতা পুলিশের ইমেল আইডিতে জঙ্গি সংগঠনের নাম করে মেল আসে। জাদুঘর কর্তৃপক্ষে মেল করে টেরোরাইজার ১১১ নামে এক সংগঠন। মেলে বলা হয় জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে। সকালেই পর পর বিস্ফোরণ হবে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই ইমেল পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ শুরু করে কলকাতা পুলিশ। 

বোমা থাকার হুমকি বার্তা আসার পর থেকেই জাদুঘর বন্ধ রাখা হয়। জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরে ফেলা হয়। পথচারীদের ফুটপাত ছেড়ে বড় রাস্তা দিয়ে যেতে বলা হয়। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা খুঁজে বার করতে তদন্ত শুরু করে পুলিশ।

সাম্প্রতিক অতীতে ভারতের বিভিন্ন জায়গাতেই বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও সেগুলো বেশিরভাগই হুমকিই ভুয়ো প্রমাণিত হয়েছে। কলকাতা জাদুঘরে বোমা হুমকি প্রসঙ্গেও পুলিশের প্রাথমিক অনুমান, প্রচারের আলোয় আসতেই এই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন