দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার, মুম্বই উপকূলে জরুরি অবতরণ

মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় দুর্ঘটনার শিকার ভারতীয় নৌসেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH)। তড়িঘড়ি সেটিকে আরব সাগরেই জরুরি অবতরণ করানো হয়। উদ্ধার করা হয় তিন কর্মীকে।

বিষয়টি নিশ্চিত করে নৌসেনার এক আধিকারিক জানান, “বুধবার ভারতীয় নৌবাহিনী একটি কপ্টার রুটিন টহলদারিতে বেরিয়েছিল। মুম্বই থেকে উপকূলের কাছাকাছি এসে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আরব সাগরে সেটিকে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। তারপরই শুরু হয় উদ্ধারকাজ। তিন জন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে”।

ওই আধিকারিক আরও বলেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন