প্রথম পাতা খবর ভারতীয় রেলের নতুন অ্যাপ ‘স্বরেল’— এক জায়গাতেই সব পরিষেবা

ভারতীয় রেলের নতুন অ্যাপ ‘স্বরেল’— এক জায়গাতেই সব পরিষেবা

313 views
A+A-
Reset

২০২৫ সালের শুরুতেই ভারতীয় রেলওয়ে চালু করেছে নতুন ‘অল-ইন-ওয়ান’ অ্যাপ স্বরেল (SwaRail)। আধুনিক ও ডিজিটাল যাত্রী পরিষেবা নিশ্চিত করতেই চালু হয়েছে এই অ্যাপ, যার ডেভেলপার সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS)।

আগে যেসব পরিষেবা ‘IRCTC Rail Connect’ অথবা ‘UTS’-এর মতো আলাদা আলাদা অ্যাপে মিলত, সেগুলো এখন একত্রে পাওয়া যাবে স্বরেল অ্যাপে।

স্বরেল অ্যাপের ১০টি প্রধান ফিচার:

১. এক অ্যাপে সবকিছু – সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং, ট্রেনের তালিকা, ভ্রমণের বিবরণ—সবই এক প্ল্যাটফর্মে।

২. আইআরসিটিসি লগ-ইন – আগের ইউজার আইডি দিয়েই সহজে লগ ইন করা যাবে।

৩. লাইভ ট্রেন আপডেট – ট্রেন দেরি করলে মিলবে রিয়েল-টাইম তথ্য।

৪. কোচ লোকেটর – ট্রেনে ওঠার সময় আপনার কোচ কোথায়, তা জানাবে অ্যাপ।

৫. অনবোর্ড ফুড অর্ডারিং – ট্রেনে বসেই নির্দিষ্ট ভেন্ডরের কাছ থেকে খাবার অর্ডার করা যাবে।

৬. ‘রেল মদদ’ ফিচার – অভিযোগ জানানো ও স্ট্যাটাস ট্র্যাকিংয়ের সুবিধা।

৭. ডিজিটাল আর-ওয়ালেট – টিকিট বাতিলে রিফান্ড জমা হবে এই ওয়ালেটে, যেখান থেকে আবার টিকিটও কাটা যাবে।

৮. বহুভাষিক ইন্টারফেস – যাত্রীরা নিজেদের সুবিধামতো ভাষা বেছে নিতে পারবেন।

৯. মাই বুকিংস সেকশন – পূর্ববর্তী যাত্রার সমস্ত তথ্য এক জায়গায়।

১০. ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন – একাধিক পরিষেবা থাকা সত্ত্বেও অ্যাপের ইন্টারফেস অত্যন্ত সহজ ও ঝকঝকে।

সম্প্রতি অ্যাপটি বিটা ভার্সনে কিছু সময়ের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছিল। আপাতত বন্ধ রয়েছে, তবে শীঘ্রই আবার পাবলিক রিলিজ হবে বলে রেলওয়ের তরফে জানানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.