Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জ্বর, কাশি, শ্বাসকষ্ট… H3N2 ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যু ভারতে - NewsOnly24

জ্বর, কাশি, শ্বাসকষ্ট… H3N2 ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যু ভারতে

ভারতে এই প্রথম H3N2 ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হল কর্নাটকের এক বৃদ্ধের। গত ২৪ ফেব্রুয়ারি হাসান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছিল ওই ৮৭ বছর বয়সি ব্যক্তিকে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ পরিষেবার কমিশনার ডি রণদীপ জানিয়েছেন, গত ১ মার্চ ওই আক্রান্তের মৃত্যু হয়।

রণদীপ আরও জানিয়েছেন, মৃত ব্যক্তির জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ ছিল। আগে থেকেই তিনি উচ্চ রক্তচাপ, হাঁপানি এবং কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর দু’দিন পর, গত ৩ মার্চ ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। দেখা যায়, তিনি H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এই ভাইরাস সংক্রমণের উপসর্গগুলির মধ্যে রয়েছে সর্দি-কাশি এবং গলা ব্যথা।

তবে নতুন করে আর এই ভাইরাসের সংক্রমণের খবর এখনও আসেনি বলে জানিয়েছেন রণদীপ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কর্নাটকে মোট ১৬ জনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছিল।

H3N2 ইনফ্লুয়েঞ্জা

১৯৬৮ সাল থেকেই H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। তবে তার পর থেকে এই ভাইরাস উল্লেখযোগ্য ভাবে বিবর্তিত হয়েছে। সাধারণত, বিশেষ ঋতুতে এর সংক্রমণ বাড়ে। প্রবীণ এবং শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি।

উপসর্গ

চিকিৎসকদের মতে, H3N2 ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনকে আরও শক্তিশালী করে তোলে বায়ু দূষণ। হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। আইসিএমআর-এর গবেষকদের মতে, জ্বরের সঙ্গে শ্বাসযন্ত্রের সংক্রমণ একটি সাধারণ ঘটনা। তবে বায়ু দূষণের ফলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। H3N2 সংক্রমিতের মধ্যে কাশি, বমি বমি ভাব, গলা ব্যথা, শরীরে ব্যথা এবং ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

করণীয়

জ্বর এবং কাশিতেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার ক্রমশ বাড়ছে। এটাই মরশুমি ইনফ্লুয়েঞ্জার কারণ হতে পারে। আইসিএমআর বলেছে, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া জ্বর, সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়।

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে