অল্পের জন্য রক্ষা! ১৩৭ যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ তেলঙ্গনায়

ইন্ডিগোর একটি বিমানে প্রযুক্তিগত সমস্যা। বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ইন্ডিগোর ৬ই৮৯৭ বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার সকাল ৬.১৫টা নাগাদ তেলঙ্গানর শামশাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে ছিলেন ১৩৭ জন যাত্রী।

জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে ফ্লাইটটি আকাশে ওড়ার কিছুক্ষণ পর পাইলট প্রযুক্তিগত সমস্যার কথা জানতে পারেন। এর পর তেলঙ্গনার শামশাবাদ বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন পাইলট।

সংস্থার এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন,বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। তবে ঘটনার বিষয়ে বিশদ তথ্য এখনও জানা যায়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক