যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এল ইন্ডিগোর বিমান, দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ

ইম্ফলগামী ইন্ডিগো বিমান দিল্লি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কারিগরি সমস্যার কারণে ফিরে আসে। বৃহস্পতিবার সংস্থা একটি বিবৃতি দিয়ে জানায়, পাইলটরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি ঘুরিয়ে আবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, দিল্লি বিমানবন্দর থেকে উড়ানের পরই বিমানে একটি সামান্য ত্রুটি ধরা পড়ে। এরপরই পাইলটরা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে বিমানটি পরীক্ষা করে আবার উড়ানের ছাড়পত্র দেওয়া হয়। যদিও বিমানে কতজন যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

ইন্ডিগোর মুখপাত্র জানান, “দিল্লি থেকে ইম্ফলগামী ফ্লাইট ৬ই ৫১১৮ উড়ানের পরপরই একটি ছোট কারিগরি সমস্যা ধরা পড়ে। সতর্কতামূলকভাবে পাইলটরা বিমানটি দিল্লিতে ফেরান এবং তা নিরাপদে অবতরণ করে।”

তিনি আরও বলেন, “নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিমানটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আবার যাত্রা শুরু করে। যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। আমাদের কাছে যাত্রী, কর্মী ও বিমানের সুরক্ষা সবসময়ই সর্বাধিক অগ্রাধিকার পায়।”

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে