‘অপারেশন সিঁদুরে’র সময় পাকিস্তানের পাশে দাঁড়ানো তুরস্ককে কড়া বার্তা দিল কেন্দ্র। জঙ্গিদের পাশে থাকার প্রতিবাদে তুরস্ককে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ইতিমধ্যেই দেশের ৯টি বিমানবন্দরে পরিষেবা দেওয়া তুর্কি সংস্থা সেলেবি এভিয়েশনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে। এবার টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে ইন্ডিগোর বিমান লিজ চুক্তিও বাতিলের নির্দেশ দিল কেন্দ্র।
২০২৩ সাল থেকে নয়াদিল্লি–ইস্তানবুল ও মুম্বই–ইস্তানবুল রুটে টার্কিশ এয়ারলাইন্সের দু’টি বোয়িং ৭৭৭ বিমান লিজে নিয়ে চালাচ্ছে ইন্ডিগো। চুক্তি অনুযায়ী, ওই বিমানের পাইলট ও আংশিক ক্রু সদস্যও তুরস্কের। প্রতি ছ’মাস অন্তর চুক্তি নবীকরণ হয়। ৩১ মে শেষ হচ্ছে চলতি মেয়াদ। ইন্ডিগো আরও ছ’মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
সরকার জানিয়েছে, যাত্রীদের সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে ৩ মাস সময় দেওয়া হয়েছে। তবে এই সময়সীমা আর বাড়ানো হবে না, বার্তা স্পষ্ট। ইন্ডিগোকে এই সময়ের মধ্যেই টার্কিশ সংস্থার সঙ্গে সব ধরনের বিমান চলাচল সংক্রান্ত চুক্তি বন্ধ করতে হবে।
ইন্ডিগোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে তাদের অংশীদারিত্বে ভারতীয় যাত্রীরা উপকৃত হয়েছেন, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সংযোগ বেড়েছে। তবে সংস্থার সিইও পিটার এলবার্স জানান, ‘‘সরকারি নিয়মকানুনকে সম্মান করি। আমরা সব নিয়ম মেনেই কাজ করি এবং করব।’’