ভারতে বড়োসড়ো সাইবার হানার আশঙ্কা, সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: ভারতের সরকারি ওয়েবসাইটগুলিকে লক্ষ্য করে হ্যাকার হানার আশঙ্কা। সূত্রের খবর, প্রায় ১২ হাজার সরকারি ওয়েবসাইটকে নিশানা করতে পারে ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গোষ্ঠী। এ ব্যাপারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্কতা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের।

একটি সরকারি বিজ্ঞপ্তিতে সেন্টার বলেছে, “সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে কারণ ১২ হাজার সরকারি সাইট আক্রমণের ঝুঁকিতে রয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটগুলিকে নিশানা করা হচ্ছে”।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইন্দোনেশিয়া থেকে “হ্যাকটিভিস্ট” গোষ্ঠী ভারতের ওয়েবসাইটগুলিকে টার্গেট করছে। সরকারি ওয়েবসাইটকে টার্গেট করে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি হাতাতে চাইছে হ্যাকাররা। আবার সরকারি ওয়েবসাইটগুলিতে ভাইরাসের মাধ্যমে ভুল তথ্য ঢুকিয়ে এদেশের এজেন্সিগুলিকে বিভ্রান্ত করার বা ওয়েবসাইটকে বিকল করে দেওয়ার চেষ্টাও হতে পারে।

Related posts

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের