ইনদওর: বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন ভক্তরা। সেই সময়ই কুয়োয় পড়ে যান বেশ কয়েকজন। ইনদওর দুর্ঘটনায় মৃতের সংখ্যা পৌঁছোয় ৩৬-এ। সেই ঘটনার পরে ওই মন্দিরের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে স্থানীয় প্রশাসন।
ঘটনায় প্রকাশ, মন্দিরের ভিতরে একটি প্রাচীন কুয়ো রয়েছে। কিন্তু পরে সেই কুয়োর উপরে একটি ছাদ তৈরি করা হয়। সেই ছাদের উপরেই অনেকে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে পড়ে যান অনেকেই। ১৪ জনকে উদ্ধার করা গেছে। দু’জন চিকিৎসার পরে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে। মৃত্যু হয় ৩৬ জনের জনের।
পুলিশ জানায়, মন্দিরের ভিতরেই থাকা বহু দিনের পুরনো সেই কুয়োর মুখ পাতলা ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই সেই ছাউনি যথেষ্ট শক্তপোক্ত না হওয়ায় তা ভেঙে দুর্ঘটনা ঘটে। বহু মানুষ কুয়োর ভেতরে পড়ে যান।
সোমবার সকালে বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতেই মন্দিরের বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ শুরু করে ইনদওর মিউনিসিপ্যাল কর্পোরেশন। গতবছরই স্থানীয় প্রশাসন জানিয়েছিল, এই ছাদটি বিপজ্জনক হয়ে উঠেছে। অবিলম্বে ভেঙে ফেলা উচিত। কিন্তু ট্রাস্টি সদস্যদের বিরোধিতায় তা সম্ভব হয়নি। তবে সোমবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে ভেঙে দেওয়া হচ্ছে মন্দিরের একাংশ।