Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিয়ের মাত্র ৩ দিন পরেই প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন সোনম? - NewsOnly24

বিয়ের মাত্র ৩ দিন পরেই প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন সোনম?

নবদম্পতির মধুচন্দ্রিমায় নৃশংস খুন। মেঘালয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের ছক বিয়ের মাত্র তিন দিনের মধ্যেই কষেছিলেন স্ত্রী সোনম রঘুবংশী। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের রিপোর্টে।

পুলিশ সূত্রে খবর, প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে চ্যাটে সোনম জানিয়েছিলেন, স্বামীর শারীরিক ঘনিষ্ঠতা তাঁর অপছন্দ। এমনকি বিয়ের আগেই স্বামী থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

বিয়ের তিন দিন পরই রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি পুলিশের। এজন্য ইচ্ছাকৃতভাবে মেঘালয়ের মতো দূরবর্তী ও দুর্গম স্থান বেছে নিয়েছিলেন অভিযুক্তা।

মে মাসের ১০ তারিখ ইন্দোরে বিয়ে হয় রাজা ও সোনমের। ২১ মে তাঁরা মধুচন্দ্রিমার জন্য মেঘালয় পৌঁছন। এরপর ২৩ মে থেকে নিখোঁজ হন তাঁরা। ২ জুন চেরাপুঞ্জির জঙ্গলে গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। পুলিশ প্রথম থেকেই সন্দেহ করছিল, দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুনের শিকার হয়েছেন তিনি।

১৬ দিন পলাতক থাকার পর সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেন সোনম। পুলিশের জেরায় তিনি স্বীকার করেছেন, ভাড়াটে খুনি নিয়োগ করে স্বামীকে খুন করিয়েছেন। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা, এছাড়াও ধৃত আকাশ রাজপুত, বিকাশ ওরফে বিকি এবং আনন্দ।

পোস্টমর্টেম রিপোর্ট বলছে, রাজার দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর মাথার সামনের এবং পিছনের অংশে দুটি গভীর ক্ষত ছিল।

Related posts

তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচে পারদ, উত্তরবঙ্গে কুয়াশায় সতর্কতা

এনুমারেশনের পর্ব শেষলগ্নে: পশ্চিমবঙ্গে ফর্ম বিলি প্রায় শেষ, ডিজিটাইজেশনও ৯৯% ছুঁইছুঁই—দেশে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ

নির্বাচন উত্তাপ বাড়ছে: মোদির আগেই নদিয়ায় সভা মমতার, নিরাপত্তা খতিয়ে দেখতে এডিজির পরিদর্শন