বাংলায় বড় বিনিয়োগ বিড়লার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কুমারমঙ্গলমের

কলকাতা: বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে বিড়লা গোষ্ঠী। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। তাঁদের মধ্যে বৈঠকও হয়।

বৈঠক শেষে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সৌজন্য সাক্ষাতের মধ্যেও বাংলায় বাণিজ্যের সম্ভাবনা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। এবং রাজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন কুমার মঙ্গলম বিড়লা। বাংলায় আদিত্য বিড়লা গ্রুপের পরবর্তী পরিকল্পনা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডলে জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বাংলায় ব্যবসার সুযোগ এবং বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহ নিয়ে বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কথা বলেছেন।’’ সিমেন্ট, রং উৎপাদন-সহ বিভিন্ন ক্ষেত্রে বিড়লা গোষ্ঠীর পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প হয় চলছে, না হয় বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে এক্স পোস্টে লিখেছেন মমতা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন