সুন্দরবনের নদীগুলিতে এবার প্রথমবারের মতো বসানো হলো জলস্তর মাপার অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র। অটোমেটিক ওয়াটার লেভেল রেকর্ডার (এডব্লুএলআর) নামক এই যন্ত্রটি গোসাবার গদখালিতে বিদ্যাধরী নদীতে স্থাপন করা হয়েছে।
এই যন্ত্র জোয়ার-ভাটা, বৃষ্টি, কিংবা প্রাকৃতিক দুর্যোগে জলস্তরের ওঠানামার সঠিক তথ্য রেকর্ড করবে। স্বয়ংক্রিয় এই যন্ত্র নিজে থেকেই জলস্তরের পরিমাপ করে সেই তথ্য ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট অফিসে পাঠাবে। সৌর বিদ্যুৎচালিত এই যন্ত্রে সেন্সর যুক্ত রয়েছে, যা পরিচালনার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই।
আগামী দিনে বাসন্তীর হোগল নদী এবং ঝড়খালিতেও এই যন্ত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রশাসনের মতে, সুন্দরবনের মতো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় আগে থেকে জলস্তরের ওঠানামার তথ্য জানা থাকলে সতর্কতা জারি এবং মানুষকে সুরক্ষিত রাখা সহজ হবে।
এই যন্ত্রের সাহায্যে সুন্দরবনের জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত সমস্ত তথ্য রেকর্ড করা সম্ভব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।