স্মার্ট মিটার ঘিরে রাজ্য জুড়ে বিক্ষোভ ও অসন্তোষের মাঝেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ দফতর। জানানো হয়েছে, আপাতত কোনও গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। শুধুমাত্র সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার বসানোর কাজ চলবে।
বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে বেশ কিছু বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছিল। কিন্তু লাগাতার অভিযোগ ওঠায় সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। হুগলির রবীন্দ্রনগর কালীতলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা অভিযোগ করেন, জোর করে মিটার বসিয়ে অতিরিক্ত বিল ধরানো হচ্ছে। বারাসাতের চাঁপাডালি মোড়েও একই অভিযোগ উঠে। া মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছায়। এরপরই মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দফতরকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়।
এখনও পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ৬০ হাজার স্মার্ট মিটার বসানো হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ গৃহস্থ বাড়িতে, বাকি ৩৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে। তবে এবার আপাতত সাধারণ বাড়িতে এই প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্ট মিটার বসানোর নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেটাই দেখার।