নারায়ণ-কুণালের রুদ্ধদ্বার বৈঠক ঘিরে তীব্র কৌতূহল

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সিপিএমপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক ঘিরে শুরু হয়েছে তীব্র কৌতূহল। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মতলার জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলের কাছেই এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে নারায়ণ বলেন, “আমি একজন নাগরিক ও চিকিৎসক। কুণাল ঘোষও একজন নাগরিক এবং সাংবাদিক। আমরা দেখা করেছি, কথা বলেছি।” তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে দুই পক্ষের কেউই কিছু জানাননি।

বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, যেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে নারায়ণ সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে এও বলেননি যে, এই বিষয়ে আলোচনা হয়নি। নারায়ণ আরও জানান, এর আগে রক্তদান শিবিরে কুণালের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তবে রক্তদান শিবিরে দেখা হওয়া আর একান্তে বৈঠক করা এক নয় বলে জল্পনা এই তুঙ্গে।

বৈঠক নিয়ে চর্চা শুরু হওয়ার পর নারায়ণ একটি ভিডিয়ো বার্তা দিয়ে বর্তমান পরিস্থিতিকে ‘ডেডলক সিচুয়েশন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আদালতে মামলা চলছে, যা সময়সাপেক্ষ। তবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব কিনা, সেই বার্তা পৌঁছে দিতেই আমি গিয়েছিলাম।” তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে ‘এক পা আগে, দুই পা পিছে’ নীতি অনুসরণের পরামর্শ দেন এবং বলেন, “আন্দোলনের জন্য আন্দোলন নয়, ১০ দফা দাবি আদায়ের জন্যই এই আন্দোলন।”

তৃণমূলের একটি সূত্রে জানা গেছে, জুনিয়র ডাক্তারদের অনশন থেকে বের করে আনার উপায় খুঁজতেই এই বৈঠক। তবে জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা আশফাকউল্লা নাইয়া জানিয়েছেন, “কেউ ব্যক্তিগতভাবে বৈঠক করতেই পারেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে নারায়ণ যাননি। এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক