Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

আজ কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বৃহস্পতিবার (১৮ জানুয়ারি, ২০২৪) ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন। এ বছরও সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলার সময়সীমা প্রতি দিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এ দিন কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল চারটেয় উদ্বোধনের কথা রয়েছে। স্টেট ব্যাঙ্ক অডিটোরিয়ামে বিশেষ অতিথি হিসাবে থাকবেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স ইলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই এবং লেখক বাণী বসু। এ ছাড়াও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা এবং ব্রিটেনের একাধিক নামী লেখক উপস্থিত থাকবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। তবে এখনও বেশ কিছু স্টলের কাজ অসমাপ্ত।

গত বছর মেলায় এসেছিলেন ছাব্বিশ লক্ষ মানুষ, বই বিক্রি হয়েছে পঁচিশ কোটি টাকার, জানিয়েছিলেন কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর কর্মকর্তারা। এ বারের বইমেলায় শনি-রবির সপ্তাহান্ত ছাড়াও পাওয়া যাচ্ছে অন্তত দু’টি সরকারি ছুটির দিনের অবকাশ। ফলে বইপ্রেমীদের সমাগম আরও বাড়বে বলেই প্রত্যাশা। প্রায় ১০০০ স্টল বসছে এই বছরের মেলায়। যা গত বছরের তুলনায় প্রায় ১০০টির মতো বেশি। প্রায় ২০টি দেশ অংশ নিচ্ছে এ বারের মেলায়।

এ বার কলকাতা বইমেলার থিম ব্রিটেন। ১৯ জানুয়ারি, বইমেলার দ্বিতীয় দিনে তাই ‘ব্রিটেন ডে’ পালিত হবে। ২০ জানুয়ারি রয়েছে ‘বাংলাদেশ দিবস’। আগামী ২১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে ‘শিশু দিবস’ পালন করা হবে। ২৪ জানুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ দিন। বইমেলায় ওই দিন পালিত হবে ‘সিনিয়র সিটিজেন ডে’। ৩১ জানুয়ারি বইমেলায় সমাপ্তি অনুষ্ঠান হবে রাত ৯টায়। থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও।

Related posts

‘দেরি করা যাবে না’, ভোটের আগেই ৩ কাজ শেষ করার টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী

২০২৬-এর আগে ফের ফোকাসে সিঙ্গুর! মোদীর সভার জবাব দিতে হাইভোল্টেজ সফরে মমতা

বেলডাঙা অশান্তি: কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, রাজ্যকে বাহিনী ব্যবহারের নির্দেশ হাই কোর্টের