কলকাতা: বুধবার ঘোষিত হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩-র দিনক্ষণ। পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হল, কলকাতা বইমেলা ২০২৩-র উদ্ধোধন ৩১ জানুয়ারি। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছরও সেন্ট্রাল পার্কেই অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা।
গিল্ডের তরফে জানানো হয়েছে, বইমেলায় প্রকাশনা সংস্থা এবং বই বিক্রেতাদের স্টল বসানোর জন্য আজ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।
দিনক্ষণ ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রকাশনা সংস্থাগুলি। একইসঙ্গে দিন গুনতে শুরু করে দিয়েছেন বইপ্রেমীরা। গত বছরে করোনা মহামারির কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনেকে বিধিনিষেধ ছিল। তবে এখন আর কোনো বিধি নিষেধ নেই। ফলে এ বারের বইমেলাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে বইপ্রেমীদের মধ্যে।
গত দুই বছর, করোনাকালে বিধিনিষেধের কারণে উৎসবের আনন্দে ভাটা পড়েছিল। একাধিক বার পিছিয়ে গিয়েছিল গত বছরের বইমেলা। অবশেষে অনুষ্ঠিত হলেও একাধিক নিয়মবিধি ছিল। মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছিল। চলতি বছরে কোনো নিয়ম জারি করা হবে কি না, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে