আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

ছবি: রাজীব বসু

কলকাতা: আজ, শনিবার আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে। এই বিশেষ দিনে ভিড় জমল কলকাতার ভারতীয় জাদুঘরে।

জাদুঘর শুধুমাত্র পুরনো ঐতিহ্য বহন করে না, এর থেকে শিক্ষণীয় বিষয় আছে এবং গবেষণার জন্য গুরুত্ব বহন করে

ছবি: রাজীব বসু

১৮১৪ সালে তৈরি হওয়া কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় উপমহাদেশ তথা এশিয়া প্যাসিফিকের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মিউজিয়াম। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন ইতিহাসকে চাক্ষুষ করতে।

বলে রাখা ভালো, এই বছরের আন্তর্জাতিক মিউজিয়াম দিবসের থিম হল, শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর ৷ শিক্ষাগত অভিজ্ঞতা প্রদানের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করে এই থিম । গত বছরের থিম ছিল, জাদুঘর, স্থায়িত্ব এবং কল্যাণ ।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে