কলকাতা হাই কোর্টে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি আপাতত পিছিয়ে গেল। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখার নির্দেশ দেন। এজলাসে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ে শুনানি শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতিতে বিরক্ত হয়ে বিচারপতি এজলাস ত্যাগ করেন। এর পর মামলার সঙ্গে যুক্ত তৃণমূলের আইনজীবীরাও এজলাস ছেড়ে বেরিয়ে যান।
শুনানির আগে এজলাসে ইন্টার্ন ও মামলার সঙ্গে যুক্ত নন—এমন আইনজীবীদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু কারা থাকবেন, কারা বেরোবেন, তা নিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, “ইন্টার্ন ও সংশ্লিষ্ট নন—এমন আইনজীবীরা বেরিয়ে যান।” তাতেও উত্তেজনা কমেনি। শেষ পর্যন্ত বিচারপতি এজলাস ত্যাগ করলে শুনানি স্থগিত হয়ে যায়।
প্রসঙ্গত, তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর সল্টলেক সেক্টর ফাইভের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈন-এর লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র অভিযান ঘিরে তৈরি হওয়া বিতর্কই আদালতে গড়িয়েছে। ইডি তদন্তে বাধার অভিযোগ তুলে মামলা করেছে, যেখানে যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। পাল্টা, তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই জোড়া মামলার শুনানি হওয়ার কথা ছিল। এখন আদালতের নির্দেশে ১৪ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা—ততদিন রাজনৈতিক ও আইনি মহলে নজর থাকবে পরবর্তী শুনানির দিকেই।