নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনা জোরাল হল রাজ্যে। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতির পালাবদলের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বেই তৈরি হতে পারে নতুন দল। সম্ভাব্য নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দুসেনা’।
গেরুয়া শিবিরের একাধিক প্রাক্তন নেতা ও কর্মী এই নতুন দলের সঙ্গে থাকতে পারেন বলেও খবর। কলকাতা ও বিধাননগরে কয়েক দফা গোপন বৈঠক হয়েছে বলেও দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। তবে দিলীপ ঘোষ এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
দীর্ঘদিন ধরেই বিজেপির আদি-নব্য দ্বন্দ্বের জেরে দিলীপ ঘোষ কার্যত দলীয় রাজনীতিতে কোণঠাসা। মোদী-শাহের রাজ্য সফরেও তাঁর উপস্থিতি দেখা যাচ্ছে না। সেই পরিস্থিতিতে নতুন দল গঠনের গুঞ্জন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে এমন গুঞ্জন নিয়ে দিলীপ ঘোষ নিজে অবশ্য বলেছেন, ‘‘এ রকম কিছুই এখনও পর্যন্ত হয়নি। কোমরে ব্যথায় কয়েক দিন কষ্ট পাচ্ছিলাম। ঘর থেকে বেরোতেই পারছিলাম না। অনেক দিন পরে গতকাল (শনিবার) যোগ দিবস পালন করতে বেরিয়েছিলাম। আর আমার নামে এ সব বলে যাচ্ছে।’’