বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচনের অভিনন্দন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা, ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরাও। কিন্তু নজরে পড়েননি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সূত্রে জানা যাচ্ছে, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি।
সূত্রের দাবি, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশেই নাকি রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে এই অনুষ্ঠানে না ডাকার সিদ্ধান্ত নেয়। ফলে রাজ্য সভাপতি বরণ উৎসবে দলের একদা সবচেয়ে আলোচিত মুখ অনুপস্থিত থাকেন।
শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ দলই ঠিক করবে। আমি নিজে কিছু চাইনি, পার্টিই আমাকে সব দিয়েছে। এখন যদি মনে করে আমি সাধারণ কর্মী হিসেবে থাকব, তাই থাকব।”
তিনি আরও বলেন, “দিলীপ ঘোষ মার্কেটে আছে। কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া আছে। তারিখ পে তারিখ।”
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে দিলীপ ঘোষকে ঘিরে। যদিও খোলাখুলি কিছু বলেননি তিনি, তবে তাঁর বক্তব্যে চমকের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন অনেকে।