২০২৪ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব আসনে পরাজয়ের ক্ষত ভুলতে পারেনি বিজেপি। দুই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ ও শর্মিলা সরকারের কাছে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। তার পর থেকেই সংগঠনে প্রাণ ফেরাতে মরিয়া বিজেপি। ঠিক সেই কারণেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য সভাস্থল হিসেবে উঠে এসেছে দুর্গাপুরের নাম।

দুর্গাপুরে শুরু প্রস্তুতি
সূত্রের খবর, আগামী ১৮ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে বারাসত, বনগাঁ, বারাকপুর এবং কলকাতা উত্তর—এই চার সাংগঠনিক জেলার জন্য জনসভার পরিকল্পনা থাকলেও এখন জোরালো সম্ভাবনা দুর্গাপুরকে ঘিরে। ইতিমধ্যে সভাস্থল ঘিরে স্থানীয় নেতৃত্ব মাঠ পরিদর্শনও করে ফেলেছেন। রাজ্য বিজেপির তরফে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় একসময় বিজেপির ভালো দাপট থাকলেও এবারের লোকসভা নির্বাচনে ফল ছিল হতাশাজনক। দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীও হার মানেন তৃণমূলের কাছে। তাই বিধানসভা নির্বাচনের আগে এই অঞ্চলে শক্তি জোগাতেই প্রধানমন্ত্রীকে ময়দানে নামাতে চাইছে বিজেপি।
সব ঠিকঠাক চললে, আগামী ১৮ জুলাই দুর্গাপুরেই হতে চলেছে মোদীর জনসভা। আর সেটাই হয়ে উঠতে পারে দক্ষিণবঙ্গে বিজেপির ঘুরে দাঁড়ানোর বার্তা।