তালিবানের সঙ্গে কি যোগাযোগ রাখছে নয়াদিল্লি? কি উত্তর দিলেন বিদেশমন্ত্রী

ডেস্ক: তালিবানের সঙ্গে কি যোগাযোগ রাখছে নয়াদিল্লি? তার উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে চাইলেন না বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তাঁর কথায়,’বিষয়টি এখনও প্রাথমিকস্তরে।’ আফগানিস্তানের পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে নয়া দিল্লি। এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানের সঙ্গে কি যোগাযোগ রাখছে ভারত? বিদেশমন্ত্রী জানান,’এই মুহূর্তে কাবুলের উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখছি। তালিবান ও তাদের প্রতিনিধিদের নিয়ন্ত্রণে চলে এসেছে কাবুল। ফলে বিষয়টি বিবেচনা করা উচিত।’


জয়শঙ্কর বলেন, ‘আফগানিস্তানের মানুষের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক জারি থাকবে।’ তবে আপাতত যে ভারতীয়দের নিরাপত্তাই কেন্দ্রের একমাত্র লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘শুধু ভারত নয়, অন্যান্য দেশও আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর দিয়েছে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলা: সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, ক্যাভিয়েট দাখিল মামলাকারীর


তালিবান সরকারকে মান্যতা দেয়নি নয়াদিল্লি। ভারতকে নিজেদের অবস্থান ভেবে দেখার অনুরোধ করেছে তালিবান নেতৃত্ব। ইতিমধ্যেই আফগানিস্তানে আটক ভারতীয়দের উদ্ধার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেখানকার হিন্দু ও শিখ নাগরিকদের ফিরিয়ে আনার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আটকে পড়া বন্ধুদের সহায়তা করা হবে।   

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন