ডেস্ক: রাজ্যের করোনা পরিস্থিতি আপাতত আয়ত্তে। সেই কারণে এর মধ্যেই উপনির্বাচন করানোর জন্য একাধিকবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ বাকি রয়েছে। যার মধ্যে ভবানীপুর-সহ ৫টি আসনে হবে উপনির্বাচন। ‘রাজ্যে উপনির্বাচন করার পরিস্থিতি হয়েছে নাকি !!’ ফের একবার বিরোধী দলনেতার গলায় কটাক্ষের সুর।
আগামী ৯ আগস্ট রাজ্যসভার একটি আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে। বাকি রাজ্যসভা ও বিধানসভার আসনগুলিতে দ্রুত নির্বাচন করানোর দাবি তুলেছে শাসকদল। আর রাজ্য সরকারের এই আবেদনকেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় PAC বৈঠকের পর বেরিয়ে তিনি বলেন, ”রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি রয়েছে ১৫ আগস্ট পর্যন্ত। নাইট কারফিউ রয়েছে। এই অবস্থায় কেন এখনই উপনির্বাচনের দাবি উঠছে?”
শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা তুলে ধরলেন। বললেন, ”প্রতিটি জায়গাতেই ভোটের আগে করোনা পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। এ রাজ্যের পরিস্থিতির উন্নতি হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা তো ঠিক নয়।শুভেন্দু বললেন, ” রাজ্যের নির্দেশিকায় বলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক মিটিং মিছিল করা যাবে না। তাহলে নির্বাচন কীভাবে হবে? ” তাঁর ব্যাখ্যা, নির্বাচন মানেই তো রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ, প্রচার। তা না হলে উপ নির্বাচনই বা হবে কী করে ? ”এখানে ভোটের পরিবেশ নেই। সেটা নির্দেশিকাই বলে দিচ্ছে। ”
আরও পড়ুন: সংসদে বিরোধী বৈঠকে যোগ দিল তৃণমূল
মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের শুনানি ছিল বিধানসভায় স্পিকারের ঘরে। সেই শুনানি শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, অধ্যক্ষ আগামী ১৭ অগস্ট পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারিত করেছেন। তবে অনির্দিষ্টকাল ধরে যাতে এই শুনানি না চলে সেই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ফের একবার আইনের পথ হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
গত কয়েক ঘন্টা ধরে নাগাড়ে বর্ষণের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য বর্তমান শাসকদলকের একহাত নেন বিরোধী দলনেতা। তৃণমূলকে ভোট দেওয়ার কারণেই এই ভোগান্তির শিকার হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। খোঁচার সুরে শুভেন্দু বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর আগেই রাজ্যে দুয়ারে নর্দমা প্রকল্প চালু হয়েছে।” তিনি আরও বলেন, “কলকাতা তো লন্ডন হয়ে যাওয়ার কথা ছিল। শাসকদল এখানে ১১ টা আসনই জিতেছে। কলকাতার মানুষই সব দেখুন, কাদেরকে ভোট দিয়ে তাঁরা জেতালেন। এখন সবাই বলছে, দুয়ারে নর্দমার জন। হয়তো লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার আগে এই প্রকল্প চালু হয়েছে।”