প্রার্থী দিতে পারছে ISF, বামেদের ফিরিয়ে দিল ৪টি আসন

ডেস্ক: আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এবার প্রার্থী দিতে পারছে না। ফলস্বরূপ, তাদের চারটি আসন বামে ফিরে আসতে হবে। বামরা ওই আসনে প্রার্থী দেবে। ৩০ আসনের সমঝোতা হলেও শেষ পর্যন্ত ২৬টি আসনেই লড়তে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।


জোটপ্রক্রিয়ার শেষলগ্নে ISF-এর দাবি মেনে তাদের ৩০টি আসন ছেড়েছিল বামেরা। কিন্তু তার মধ্যে অন্তত ৪টি আসনে প্রার্থী খুঁজে পাচ্ছে না আব্বাস সিদ্দিকির দল।  ওই আসনগুলি বামেদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে মোট ৩৩টি আসনে লড়বে তারা। এর মধ্যে তাদের ৭টি আসন ছেড়েছে কংগ্রেস। 

আরও পড়ুন: কৌশিক গাঙ্গুলির হাত ধরে ‘অন্য ধারার’ ছবিতে নিজেকে মেলে ধরতে চলেছেন অঙ্কুশ


নন্দীগ্রাম আসনটি ISF-কে ছেড়েছিল বামেরা। সেই আসনে প্রার্থী দিতে পারেনি তারা। আসনটিতে প্রার্থী হয়েছেন SFI নেত্রী মীনাক্ষি। এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুর ও বাঁকুড়ার শালতোড়া আসনদুটিতেও প্রার্থী পায়নি ISF। ফলে সেই আসন ২টিও ফিরিয়ে দিতে হয়েছে বামেদের। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক