কলকাতা: পুলিশের অনুমতি মেলেনি। তা সত্ত্বেও বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে ফের পথে নেমেছে আইএসএফ। বুধবার শিয়ালদহ থেকে শুরু শান্তিপূর্ণ মিছিল। গন্তব্য ধর্মতলা। মিছিলে বাম নেতা ও অরাজনৈতিক লোকজনও। সকলের দাবি, ভাইজানের মুক্তি।
২১ জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বিধায়কের পাশাপাশি দলের ১৮ জন কর্মীসমর্থককেও গ্রেফতার করা হয়েছিল। তাঁদের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। যার জেরে সরগরম রাজ্য রাজনীতি।
তারই প্রতিবাদে কলকাতায় মিছিলের ডাক দেয় আইএসএফ। অবিলম্বে নওশাদ সিদ্দিকির মুক্তির দাবি জানিয়ে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। শিয়ালদহ থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে এই নাগরিক মিছিল। মিছিল রুখতে ধর্মতলায় প্রস্তুত পুলিশ বাহিনী। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা।
অন্য দিকে, প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে নিয়ে বাতিল করা হয়েছে তৃণমূলের প্রতিবাদ মিছিল। তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানান, আপাতত সভা স্থগিত।