হাতে সময় খুবই কম! আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই

মূল্যায়ন বছর ২০২৩-২৪-এর জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। এই সময়সীমা শেষ হতে হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে কেউ কেউ ভাবছেন, মেয়াদ হয়তো বাড়তে পারে। কিন্তু নির্ধারিত তারিখের মেয়াদ বাড়ানোর জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না।

রেকর্ড সংখ্যক করদাতা ইতিমধ্যেই মূল্যায়ন বছর ২০২৩-২৪ (আর্থিক বছর ২০২২-২৩)-এর জন্য নিজেদের রিটার্ন দাখিল করেছেন। পাশাপাশি, শেষ কয়েক দিন ধরে সরকারের তরফে জানানো হয়েছে, যে সব করদাতার ফাইল অডিট করার প্রয়োজন নেই, তাঁদের জন্য আইটিআর দাখিলের শেষ তারিখের পর ফের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।

আপনি যদি এখনও আয়কর রিটার্ন ফাইল না করে থাকেন, তা হলে ভবিষ্যতে যেকোনো কর সংক্রান্ত ঝামেলা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটের তথ্য বলছে, বৃহস্পতিবার (২৭ জুলাই, ২০২৩) জুলাই পর্যন্ত ৫ কোটিরও বেশি করদাতা আইটিআর ফাইল করেছেন।

শুধু কি তাই, এরমধ্যে ৪ কোটি ৪৫ লক্ষের বেশি আইটিআপ যাচাই (verified)) হয়ে গিয়েছে। যেখানে ২৭ জুলাই পর্যন্ত ২ কোটি ৬৯ লক্ষ রিটার্ন প্রক্রিয়া (processed) হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক