Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
যাদবপুর কাণ্ডে নড়েচড়ে বসলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ - NewsOnly24

যাদবপুর কাণ্ডে নড়েচড়ে বসলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অবশেষে পদক্ষেপ নিলেন কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন জুটা, ওয়েবকুপা-সহ চারটি শিক্ষক সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। যদিও শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন উপাচার্য।

বৈঠকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও উঠে আসে। তবে পরিবর্তিত বিধি মেনেই যাতে নির্বাচন হয়, তা নিয়েও আলোচনা হয়। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ এবং সেই সময় দুই পড়ুয়ার আহত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এক ছাত্রের অভিযোগ, তাঁকে মন্ত্রীর গাড়ি চাপা দিয়েছে, অন্যজনের পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। একই সঙ্গে রাতে ক্যাম্পাসের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিসংযোগের ঘটনাও বৈঠকে উঠে আসে।

বৈঠকে এফআইআর দায়েরের দাবি তোলে ছাত্র সংগঠনগুলি। তবে ওয়েবকুপা এই বিষয়ে আপত্তি জানিয়ে ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ডের তদন্তের দাবি করে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর আবেদন জানানো হয়েছে।

সহ-উপাচার্য অমিতাভ দত্ত বলেন, ‘‘সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়কে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানো এবং শিক্ষার্থীদের পঠন-পাঠনে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে। কিছু প্রস্তাব গৃহীত হয়েছে, যা উপাচার্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

Related posts

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অসমেও ‘বিশেষ সংশোধন’! কমিশন ‘SR’ বললেও বকলমে ‘SIR’ বলছে বিরোধীরা