যাদবপুরে আজ তৃণমূল অধ্যাপক সংগঠনের ধিক্কার মিছিল, বিশ্ববিদ্যালয়ে ‘পেন ডাউন’ কর্মসূচি অতি বাম সংগঠনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হেনস্থার ঘটনার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’। শনিবারের ঘটনার পর এদিন বিকেলে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত ধিক্কার মিছিল করবে তারা।

শুধু ওয়েবকুপাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও আজ বিক্ষোভ কর্মসূচি নিয়েছে অতিবাম ছাত্র সংগঠন ডিএসএফ। বিশ্ববিদ্যালয়ে ‘পেন ডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে তারা। এর ফলে শ্রেণিকক্ষ এবং গবেষণাগার সম্পূর্ণ বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।

এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

এদিকে, যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, পুলিশ কখনও অতি সক্রিয়, আবার কখনও নিষ্ক্রিয় থেকেছে। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক