Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অযোধ্যার লাইভ স্ট্রিমিং ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় - NewsOnly24

অযোধ্যার লাইভ স্ট্রিমিং ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা: সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। তারই লাইভ স্ট্রিমিং ঘিরে কিছুটা তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

ঘটনায় প্রকাশ, গেরুয়া পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকেন এক দল পড়ুয়া। উল্টো দিক থেকে এগিয়ে আসেন বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। তাঁদের মুখে ‘ইনকিলাব’ স্লোগান। কয়েকজন এবিভিপি সমর্থককে গেটেই আটকে দেওয়া হয়। যা নিয়ে তুমুল বচসা বিশ্ববিদ্যালয়ে চত্বরে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন সহ উপাচার্য অমিতাভ বসু ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। স্ক্রিনিংয়ের পক্ষের পড়ুয়ারা গ্রিন জোনে একত্রিত হয়ে পড়েন। কিন্তু তারপরও অযোধ্যার স্ক্রিনিংয় চালানোর চেষ্টা করেন তারা। এরপরই বিরোধ বাঁধে বাম-ছাত্র সংগঠনের সঙ্গে।

পাল্টা স্লোগান দেয় এসএফআই সমর্থকরাও। তাতেই উত্তেজনা ছড়ায়। যদিও, লিখিত আবেদন জানানো হয়েছিল বলে দাবি দাবি করেছেন এবিভিপি সদস্যরা। লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন ও মিষ্টি বিলির কর্মসূচি ছিল। সবাইকে আজ পরিচয়পত্র কার্ড দেখিয়ে ঢোকার নির্দেশ দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানান, সোমবার বিভিন্ন বিভাগের সেমেস্টার-সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবেই ওই দিন কোনও অনুষ্ঠান বা কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি, ক্যাম্পাসে দু’পক্ষের কম বেশি জমায়েত হলেও যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Related posts

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অসমেও ‘বিশেষ সংশোধন’! কমিশন ‘SR’ বললেও বকলমে ‘SIR’ বলছে বিরোধীরা

হাসিনার ফাঁসির রায়ের পর ভারতের প্রতিক্রিয়া: শান্তি–স্থিতিশীলতার বার্তা দিল্লির