কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুতে ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী। রবিবার প্রিজন ভ্যানে বসে অভিযুক্ত সৌরভের চাঞ্চল্যকর দাবি, কোনোরকম র্যাগিং হয়নি। গরিব বলে তাঁদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।
সৌরভ এ দিন দাবি করেন, ‘‘মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে। আমরা কোনো অপরাধী নয়, আমরা কোনো অপরাধ করিওনি৷ আমরা গরিব বলে বিচার পাচ্ছি না। আমরা বিচার চাই। ন্যায্য বিচার চাই।’’
সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সেদিন রাতে ছাত্রটির সঙ্গে কী করা হয়েছিল, সেদিন ঠিক কী হয়েছিল? সৌরভের সাফ উত্তর, ‘‘কোনো র্যাগিংয়ের ঘটনা ঘটেনি।’’ তা হলে তিন দিনের মাথায় এসে হস্টেলে ছেলেটি মারা গেল কী ভাবে? সৌরভের উত্তর, ‘‘হস্টেলের করিডর থেকে ঝাঁপ দিয়েছে, এটুকুই আমাদের চোখের সামনে ঘটেছে।’’
ঘটনায় প্রকাশ, গত ৯ আগস্ট রাত ১১টা ৪৫ নাগাদ হস্টেলের তিনতলা থেকে পড়ে যায় প্রথমবর্ষের ওই ছাত্র। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ১০ আগস্ট ভোরে বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয়। র্যাগিংয়ের কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।