ডেস্ক : সোমবার মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তবে রথে চড়ে নয় গাড়িতে চড়ে। করোনা কালে এই অভিনব সিদ্ধান্ত নিল ইসকন কলকাতা কর্তৃপক্ষ। সেই গাড়িকে এসকর্ট করে নিয়ে যাবে পুলিশের পাইলট কার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ভোগ নিবেদন এবং আরতি পর শুরু হবে এই ‘গাড়িযাত্রা’। করোনা সংক্রমণের জন্য গত বছর রথযাত্রা হয়নি ইসকনের। প্রায় দু’বছর পর অ্যালবার্ট রোড থেকে গুরুসদয় দত্ত রোডে দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব।
অভিনব এই রথযাত্রা ভার্চুয়ালি দেখার পরামর্শ দিয়েছেন ইসকন কর্তৃপক্ষ। পাশাপাশি কোভিড বিধি মেনে রথযাত্রার দিন বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত জগন্নাথ দর্শন করা যাবে।