জামতাড়ায় বড়সড় দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে অন্তত ২ জনের মৃত্যু

জামতাড়া: ঝাড়খণ্ডের জামতাড়ায় বুধবার সন্ধ্যায় একটি বড়সড় ট্রেন দুর্ঘটনা। কালাঝাড়িয়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদ সংস্থা এএনআই-এর কাছে জামতাড়ার জেলাশাসক জানান, ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ঘটনায় প্রকাশ, ডাউন অঙ্গ এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে বলে ভুয়ো খবর যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে।এর পর যাত্রীরা চেন টেনে অঙ্গ এক্সপ্রেস থামিয়ে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরাও নেমে পড়েন। উলটো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় অনেকেই আহত হন।

জানা গিয়েছে, ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় আসানসোল-ঝাঝা লোকাল ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। তবে কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি। কী কারণে গোটা ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তিন জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসন সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। মৃতের সংখ্যা ২ জনের বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন