প্রথম পাতা খবর বারাসতের কাজিপাড়া রেলগেটে রেললাইন পরিবর্তন, দু’দিন ৭ ঘণ্টা করে বন্ধ থাকবে যশোর রোড

বারাসতের কাজিপাড়া রেলগেটে রেললাইন পরিবর্তন, দু’দিন ৭ ঘণ্টা করে বন্ধ থাকবে যশোর রোড

444 views
A+A-
Reset

বারাসতের কাজিপাড়া রেলগেটে রেললাইন পরিবর্তনের জন্য আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত যশোর রোড বন্ধ থাকবে। বারাসত পুলিশ জেলার চাঁপাডালি ট্র্যাফিক গার্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

রেল কর্তৃপক্ষ কাজিপাড়ার পুরনো রেললাইন তুলে নতুন রেললাইন বসাবে। এজন্য রেল কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানচলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, এই কাজ আলাদা আলাদা সময়ে করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ কম সমস্যায় পড়েন।

যশোর রোড একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সড়ক, যা কলকাতাকে পেট্রাপোল সীমান্তের সঙ্গে সংযুক্ত করে। পেট্রাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর এবং ভারতের সড়কপথে বাংলাদেশ-বাণিজ্যের বেশিরভাগটাই এই পথ দিয়ে সম্পন্ন হয়। রাতের সময় বড় পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য এই কাজ অসুবিধা সৃষ্টি করতে পারে।

ছোটগাড়িগুলিকে বারাসতের অলিগলি দিয়ে চালানো হবে। বড় গাড়ির জন্য দুটি বিকল্প পথ নির্ধারিত হয়েছে: ১) বারাসত ডাকবাংলো মোড় থেকে আওয়ালসিদ্ধি হয়ে অশোকনগর দিয়ে যশোর রোড। ২) চাকদহ হয়ে বনগাঁয় প্রবেশ করে যশোর রোড। তবে ১২ নম্বর জাতীয় সড়কে ইতিমধ্যেই ভারী গাড়ির চাপ থাকায় যানজটের আশঙ্কা রয়েছে।

এই কাজ আগে ১১ নম্বর রেলগেটেও হয়েছে। এবার কাজিপাড়া রেলগেটে কাজ চলবে, যা রাতের সময় যানজট এড়ানোর জন্য পরিকল্পিতভাবে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.