কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে অবশেষে শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবার অভিযুক্তরা আদালতে উপস্থিত থাকায় প্রক্রিয়া শুরু করতে তেমন কোনও বাধা হয়নি।
বুধবার ইডি বিশেষ আদালতে মামলার নথিপত্র জমা দেয়। ইডির বিশেষ সরকারি আইনজীবীর সওয়ালের মাধ্যমে শুরু হয় চার্জ গঠনের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী, মামলার বিস্তারিত আদালতকে জানানো হয়। তবে কিছু অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন।
শুক্রবার আদালতে অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, এবং মানিক ভট্টাচার্য-সহ কয়েকজন অভিযুক্তের অব্যাহতির আবেদন নিয়ে শুনানি হবে। শুনানি শেষে চার্জ গঠন সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগে গত সোমবার চার্জ গঠনের কথা ছিল, কিন্তু ৯ জন অভিযুক্তের অব্যাহতির আবেদনের কারণে তা পিছিয়ে যায়। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফের মামলার আলোচনায় উঠে আসেন। নিয়ম অনুযায়ী এ দিন সশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং চার্জশিটে নাম থাকা অন্যেরা। পার্থ ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন। বিধি মোতাবেক, যাঁরা মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি আগে জানাবেন, তাঁদের চার্জ গঠনের শুনানি আগে হবে।
ইডি চার্জ গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মামলার তদন্ত শেষ করতে উদ্যোগী। আদালতের নির্দেশমতো, ২৪ ঘণ্টার মধ্যে নথিপত্র জমা দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে।